দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পরিচিতি সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে পরিচিতি সভার আয়োজন করা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ড. রাহাত হোসাইন ফয়সাল, মো. ফরহাদ উদ্দীন, ড. মোছা. জিয়াস মনি খাতুন, তাইয়্যেবুন নাহার মিমি এবং আরাফাত শাহরিয়ার। শুভসংঘের শাখা সভাপতি তানজিদ শাহজালাল ইমনের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইনসহ অন্য সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা শুভসংঘের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে শুভসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ যেভাবে সব সময় শুভ কাজে মানুষের পাশে থাকে, তেমনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশেও থাকবে। শুভসংঘের সৃজনশীল ও স্বেচ্ছাসেবী কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে আস্থার জায়গা করে নেবে- এমনটাই আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।