ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি থাকার পরও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রবিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর দেড়টায় তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সরাসরি মধুর ক্যান্টিনে যাবেন।
নিজের পোস্টে মেঘমল্লার লিখেছেন, “দুপুর দেড়টায় হাসপাতাল থেকে রিলিজ হব। দুপুর ২টায় মধুর ক্যান্টিনে একটা প্রেস ব্রিফিং করব। আড়াইটা থেকে একটি বেসরকারি টেলিভিশনের জিএস বিতর্কে থাকব। সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রগ্রামে থাকব। এরপর সায়েন্স ফ্যাকাল্টির হল তিনটিতে প্রচারণা চালাব ৬টা পর্যন্ত।”
তবে তিনি নিজেও স্বীকার করেছেন, বিষয়টি ঝুঁকিপূর্ণ। তার ভাষায়, “খুবই ঝুঁকির কাজ হচ্ছে। অবশ্য কমিটমেন্ট তো কমিটমেন্টই। বলছিলাম শেষ পর্যন্ত লড়ব। আমার এন্ডে আমি সর্বোচ্চটাই কমিটমেন্ট দেখাব। গডস্পিড।”
বিডি প্রতিদিন/আশিক