বেনাপোল বন্দরের ভিকেলস টার্মিনাল থেকে ভারত থেকে আমদানিকৃত একটি ট্রাকের ড্রাইভার ও হেলপারকে এয়ার পিস্তলসহ আটক করেছে বিজিবি। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর ঝুমঝুমপুর বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে (CG04PU-5288) নম্বরের ট্রাকের ড্রাইভারের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি এয়ার পিস্তল ও কিছু গুলি জব্দ করা হয়েছে।
আটকরা হলেন ট্রাকের ড্রাইভার গুরুজিৎ সাউলঙ্গা ও তার হেলপার। আটককৃতরা দাবি করেছেন, নিজেদের নিরাপত্তার জন্য এ অস্ত্র বহন করছিলেন।
বিজিবির কর্মকর্তা জানান, আটক ড্রাইভার ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল