মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় রবিবার বেলা ১১টায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এই কর্মসূচি ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও নাগরিক নেতা সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
অন্যান্য উপস্থিত বক্তারা ছিলেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ডলার মোল্লা, আরাফাত আমিন দূর্জয়, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সনৎ কুমার, যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু জাফর, ফিল্ড অর্গানাইজার নূর ই আলম ও অন্যান্য ব্র্যাক প্রতিনিধি।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পশুর রিভার ওয়াটারকিপারের সহযোগিতায় শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি। বাগেরহাট ও মোংলা এলাকায় মানুষের চলাচল বেশি হওয়ায় এই রোগগুলো দ্রুত ছড়াচ্ছে। তারা বলেন, নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করা অপরিহার্য। শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব।
বিডি প্রতিদিন/আশিক