যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিবিদ্ধ হয়ে আবদুল আহাদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল (পীরবাড়ি) গ্রামের শফিক আলীর ছেলে। গত রবিবার রাতে ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের পারিবারিক সূত্র জানায়, দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে ফের সংঘর্ষ বাধলে গুলিবিদ্ধ হন তিনি। সোমবার ওই শহরের স্থানীয় নূর মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনসহ আবদুল আহাদ বসবাস করছিলেন মিশিগানের ডেট্রয়েট সিটির ম্যাগডুগাল স্ট্রিটে।
এ ঘটনায় এনাম উদ্দিন দৌলার ছেলে মাসুম আহমদ ও আব্বাস উদ্দিনের ছেলে রুমন আহমদ গুরুতর আহত হয়ে ডেট্রয়েট সিটির হেনরিফোর্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। এর মধ্যে, মাসুম আহমদ লাইফ সাপোর্টে আছেন বলে তার পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে। আহত দুজনের বাড়িই সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতলা ইউনিয়নের গোলাটিকর গ্রামে।
পারিবারিক সূত্র জানায়, দুটি গাড়ির মধ্যকার ধাক্কা লাগাকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে ঘটনার দিন রবিবার রাতে সালিশ বৈঠক বসে মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায়। একপর্যায়ে সেখানেও দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এক পক্ষের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সমস্যা সমাধানে সেখানে যাওয়া আবদুল আহাদ। একই সময়ে গাড়িচাপা দেওয়া হয় মাসুম ও রুমানকে।