ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্যমূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ হয়েছেন রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। তারা বলেন, বাজার মূল্যের চেয়ে টিসিবির পণ্যের মূল্যের তারতম্য না থাকলে এসব নিম্ন আয়ের মানুষের কোনো কাজে আসবে না। এ অবস্থায় দাম কমানোর দাবি জানিয়েছেন তারা।
আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। গতকাল থেকে ট্রাকে চিনি, তেল ও ডাল বিক্রি করা হচ্ছে। তবে প্রতিটি পণ্যেরই দাম এবার বেশি।
টিসিবির দেওয়া তথ্যমতে, আগে চিনি বিক্রি করা হতো ৭০ টাকা কেজি দরে। এবার চিনির দাম ৮০ টাকা। আগে ৬০ টাকায় মসুরের ডাল দেওয়া হলেও এখন গুনতে হচ্ছে ৮০ টাকা। এ ছাড়া তেলের দাম ১০০ টাকা লিটার ছিল আগে, এবার বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকা লিটারে। প্রতিটি পণ্যের মূল্য ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা।
রাজশাহী নগরীর হযরত শাহ মখদুম (রহ.) মাজারের সামনে টিসিবির পণ্য বিক্রি করা হয় গতকাল। সেখানে মালেকা খাতুন নামের এক নারী বলেন, আগে আমরা একটু কম টাকাতেই চাল, চিনি ও তেল পেতাম। এবার এসে দেখছি সব দাম বেশি। এতে আমাদের সমস্যা। আমাদের মতো গরিব মানুষেরা টিসিবির মালামালের জন্য অপেক্ষা করতাম। এখন তো বাজারের চেয়ে দামে খুব বেশি পার্থক্য নেই। এভাবে হুট করে দাম বাড়িয়ে দেওয়া ঠিক হয়নি।
প্রসঙ্গত, রাজশাহী নগরের ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন টিসিবির পণ্য বিক্রি করা হবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিটি পয়েন্টে ৪০ জন করে মোট ৪ হাজার পরিবার ৫১৫ টাকার প্যাকেজে টিসিবির এসব পণ্য কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এই ট্রাকসেল ছাড়াও টিসিবির কার্ডধারীদের কাছে প্রতি মাসে পণ্য বিক্রি করা হচ্ছে।