ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খানের মৃত্যু নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলেছে আইইবি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে শাহবাগ থানায় মামলা দায়েরের কথা জানান আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, গত ১০ মে আইইবির এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইওজিএম)-এ যোগ দিতে আসা প্রকৌশলীদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে কয়েকজন প্রকৌশলী ও পুলিশ সদস্য আহত হন। হামলার ঘটনাকে পুঁজি করে প্রকৌশলী শফিকুলের মৃত্যু নিয়ে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে।
আইইবি সেক্রেটারি সাব্বির মোস্তফা খান লিখিত বক্তব্যে জানান, ১২ মে সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম খান মারা যান। হাসপাতালের মৃত্যু সনদ অনুযায়ী, তার মৃত্যু হয়েছে ম্যাসিভ হেমারেজ, নিউমোনিয়া, কিডনি ইনজুরি, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসজনিত কারণে। সনদে বাহ্যিক আঘাতের কোনো উল্লেখ নেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শফিকুলের মৃত্যু নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে আইইবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, তানবীর উল হাসান তমাল, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদার ও সম্পাদক আসাদুজ্জামান চুন্নু।