জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সব অংশের ঐক্যের লক্ষ্যে রংপুরে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সভার মুখ্য উদ্যোক্তা ছিলেন ব্যারিস্টার ফারাহ খান। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সব অংশকে এক করে এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন।
ব্যারিস্টার ফারাহ খান বলেন, বড় দলের নেতারা আমাদের একটি দুটি আসন দেয় আর আমরা সেই আসন নিয়ে খুশি হয়ে যাই। কিন্তু জাসদই হতে পারতো এই দেশের মূল কাণ্ডারী। আমরা আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারি না কিন্তু আমরা অন্য দলের জন্য কেন শাস্তি ভোগ করব।
জাসদ ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একটি বা দুটি আসনের জন্য বড় বড় দলের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। ১৯৭২ সালে জাসদ একটি বটগাছ ছিল কিন্তু সেই জাসদ ব?্যক্তিস্বার্থে খণ্ড বিখণ্ড হয়ে গত ৫৩ বছরে পরগাছা হয়ে গেছে। জাসদ কোনো নেতার দল নয়, জাসদকর্মীদের দল। জাসদের কর্মীরাই এ দলের প্রাণ ও শক্তি। তাই জাসদকে আবারও কর্মীদের কাছে ফিরিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ৫৩ বছরে আমরা আমাদের কোনো সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে নির্বাচনের মাধ?্যমে নির্বাচিত করতে পারিনি। আমাদের সব সভাপতি সাধারণ সম্পাদক সিলেকশনের মাধ্যমে পদে বসেছেন। কিন্তু এবার আমরা কর্মীরা মিলে জাসদের ইতিহাস গড়ব। আমরা এবার আমরা কর্মীরা নির্বাচনের মাধ?্যমে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করব। এ সময় বক্তব্য রাখেন জাসদ নেতা সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম রাজু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মুকুল, শফিয়ার রহমান প্রমুখ।