পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। পরিবেশ অধিদপ্তর শুধু প্রকল্প অনুমোদনের কাজ করছে, এ ধারণা বদলানো প্রয়োজন। গতকাল বিআইসিসিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, পোড়ানো ইটের বিকল্প নিয়ে উদ্যোগ নেওয়া হলেও কাঠামোগত পরিবর্তন হয়নি।
উন্নয়ন যেন পরিবেশের বিরুদ্ধে না যায়, সে বিষয়ে নীতিগত সমন্বয় প্রয়োজন। কৃষি, উৎপাদন, টেক্সটাইলসহ প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার বলেও তিনি উল্লেখ করেন।
রিজওয়ানা বলেন, ভবনগুলোতে শুধু ‘সবুজ সনদ’ যথেষ্ট নয়। ভবনগুলো নারীবান্ধব কি না, শ্রমিকের বিশ্রাম নিশ্চিত হচ্ছে কি না, পানির পুনর্ব্যবহার ও টেকসই জ্বালানি ব্যবহৃত হচ্ছে কি না এগুলোও দেখতে হবে।