ছয় দফা দাবিতে ফের আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে তারা নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দেন। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে।
এ ছাড়াও ক্লাস কার্যক্রম বন্ধ, ফরম পূরণ বর্জনসহ শুক্রবার (আজ) থেকে আগের মতোই আন্দোলনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার তা সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তারা।