মুক্তিযোদ্ধার বিষয়ে ইতোমধ্যেই সরকার পদক্ষেপ নিয়েছে। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ২ হাজার ৭০০ এর ওপরে মামলা আদালতে চলমান। মামলাগুলোর নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, মুজিবনগর সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সবাইকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পূর্ণ সংস্কার করা হবে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার প্রদান করা হয়।