গাজীপুরের কাপাসিয়া থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত অনিল চন্দ্র সূত্রধর (৬২) কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের রবীন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। অনিল কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের দেওনা আশ্রয় কেন্দ্রে থাকতেন। অনিলের স্ত্রী শিলারানী জানান, ভোর ৫টার দিকে তার স্বামী বাড়ি থেকে হাঁটতে বের হন। কিছু সময় পর স্থানীয় আব্বাসী বাড়ির মসজিদে লোকজন নামাজ পড়তে যাওয়ার পথে দেখেন তার লাশ সড়কে পড়ে আছে। তিনি কীভাবে মারা গেছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান, তিনি আশ্রয় কেন্দ্রে থাকতেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।