সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেছেন, দুই দিন আগে আদালত একটি অর্ডার জারি করেছেন। যেন শামীম ওসমানের পরিবার দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। অথচ বর্তমানে তাদের পরিবারের কাকপক্ষীও দেশে নাই। শামীম ওসমানের কর্মকাণ্ড নিয়ে আমরা অসংখ্যবার বলেছি। দুদককে বলেছি তদন্ত করতে, কিন্তু তারা তদন্ত করে নাই। গতকাল বিকালে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২ বছর উপলক্ষে সমাবেশ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল করেন। রফিউর রাব্বী বলেন, আমরা এবং সারা দেশের মানুষ জানে যে শেখ হাসিনার সরকারের নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ ছিল। তিনি (শেখ হাসিনা) গডফাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চাননি। এর পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। আমরা বিগত ১২ বছর ধরে ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছি, আন্দোলন করে আসছি।
তিনি আরও বলেন, আমাদের বাড়িঘরের ইট খুলে নিয়ে যাবে বলে তারা (ওসমান পরিবার) বলেছিল। আজ তাদের বাড়িঘরের ইট জনগণ খুলে নিয়েছে। এ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তাদের অফিসে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, আমার জিভ কেটে কুকুর দিয়ে খাওয়াবে। আজ সে দেশ থেকে বিতাড়িত।
সমাবেশে অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ত্বকী হত্যায় জড়িত হত্যাকারীদের কীভাবে রক্ষা করেছেন তা সবাই জানেন। নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে থাকতে তিনি দেশের বিভিন্ন স্থানে যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিলেন তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছেন।