বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকা কুতুবদিয়ায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে অবৈধ দেশি অস্ত্রসহ ১৭ চোরকে আটক করেছে নৌবাহিনীর জাহাজ সুরমা। অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। পরে জব্দ মালামালসহ আটকদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পেয়ে কুতুবদিয়ার উত্তরে টহলরত নৌবাহিনীর জাহাজ সুরমা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ চোর চক্ররে ১৭ সদস্যকে আটক করে।