বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০ আসনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সে সুপারিশের যৌক্তিকতা পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, সংসদে নারীদের জন্য সর্বোচ্চ ১০ থেকে ২০টি আসনই যুক্তিসংগত। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সংবিধান সংস্কার কমিশনের প্রদত্ত সুপারিশমালা ও আমাদের বক্তব্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আরও বক্তব্য দেন- ফজলুর রহমান, স উ ম আবদুস সামাদ, জগলুল হায়দার, ফারুক হাসান, মুহাম্মাদ ইকবাল হাছান, এম শরীফুল ইসলাম প্রমুখ।
বৈঠকে ইসলামী ফ্রন্টের নেতারা বলেন, সংবিধানে অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণের ফলে পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নিরসন এবং উগ্রবাদী গোষ্ঠীগত সংঘাত কমবে। পাশাপাশি ‘আন্তধর্ম সম্প্রীতি কমিশন’ ও ‘জাতীয় শরিয়াহ কাউন্সিল’ গঠনের দাবি জানানো হয়। তারা বলেন, প্রস্তাবিত সংবিধান সংস্কারের সুপারিশমালা অধিকতর টেকসই ও যুগোপযোগী। তবে চূড়ান্ত অনুমোদনের আগে আরও জনমত যাচাই ও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ ছাড়া দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, সাংবিধানিক কাউন্সিল গঠন, দুর্নীতি দমনসহ পাঁচটি কমিশন গঠনের সুপারিশকে সময়োপযোগী হিসেবে তুলে ধরা হয়।