বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা যুবক মিলাদ হোসেন। ভালো বেতনে সৌদি আরবে চাকরি দেওয়ার প্রলোভন দেন সৌদি প্রবাসী এক দালাল। এজন্য তার কাছে ৭ লাখ টাকা দাবি করা হয়। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার পর ২০২৪ সালের ১৬ আগস্ট সৌদি আরবে যান। সেখানে নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তখন দেশে বাবা-মাকে অবহিত করেন। আরও ৫০ হাজার টাকা পাঠালেও দুই মাস পর দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। দেশে এসে সৌদি প্রবাসী ওই দালালের কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় সৌদি প্রবাসী ও তার বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মিলাদ। মানব পাচার আইনে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। শুধু মিলাদ হোসেন নয়, তার মতো বেকারত্ব থেকে মুক্তি পেতে কর্মের জন্য প্রবাসে গিয়ে প্রতারিত ভুক্তভোগীরা দেশে ফিরে এসে মামলা দেন, দিচ্ছেন। বরিশাল মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ট্রাইব্যুনালে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৩০টি মামলা বিদেশে গিয়ে প্রতারণার শিকার ভুক্তভোগী ও তার পরিবার করেছে। এ ছাড়াও আবাসিক হোটেলে পাচার করার অভিযোগে চারটি ও বাচ্চা চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বিচারাধীন রয়েছে ২৭টি। তদন্তাধীন রয়েছে ৯টি। বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক এ কে এম শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, বরিশাল বিভাগ থেকে বর্তমানে ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন প্রবাসে আছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৩৪৫ ও নারী ২০ হাজার ৭৫৭ জন। প্রবাসীদের মধ্যে শতকরা ৭০ ভাগ সৌদি আরবে রয়েছেন। বাকি ৩০ ভাগ বিশ্বের অন্যান্য দেশে বাস করেন। বিভাগের মধ্যে বরিশাল জেলা থেকে প্রবাসে রয়েছেন ৫৬ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৫৮৫ জন ও নারী ৫ হাজার ৪৬৩ জন। এদিকে প্রবাসীকল্যাণ শাখার সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, বরিশাল বিভাগে কোনো ব্যক্তি প্রবাসে গিয়ে নিখোঁজ নেই। তবে পাঁচজন সৌদি আরবের কারাগারে আছেন। এর মধ্যে তিনজন ভোলার, একজন ঝালকাঠির ও অন্যজন পিরোজপুরের।
শিরোনাম
- কী এমন ম্যাজিকে বিশ্ববিখ্যাত হলেন রোনালদোর ভক্ত স্পিড?
- গাজা হামলায় ট্রাম্প প্রশাসন সরাসরি জড়িত : হামাস
- এনসিটিবির নতুন সচিব সাহতাব উদ্দিন
- দল নিবন্ধনসহ একগুচ্ছ এজেন্ডা নিয়ে ইসির বৈঠক আজ
- বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
- মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫
- মধ্যপ্রাচ্যের ৬ দেশকে হুমকি ইরানের, যুদ্ধের শঙ্কা
- রাজশাহীতে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
- ফ্যাসিষ্টের দোসর ও নব্য বিএনপি থেকে সাবধান : মজনু
- ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ
- হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
- গলাচিপায় শুভসংঘের উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ বিষয়ক সচেতনামূলক সভা
- নিখোঁজ সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার
- বাউবিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
- ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ
- জাজিরার সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি লালু
বিচারাধীন মানব পাচারের ৩৬ মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর