মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতে দেশটির মহানগরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজন সরকারি কর্মকর্তা রবিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
কিনশাসার জনস্বাস্থ্য বিষয়ক প্রাদেশিক মন্ত্রী প্যাট্রিসিয়েন গঙ্গো-আবাকাজি জানান, শনিবারের প্রবল ঝড় ও বৃষ্টিতে শহরজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে অনেককে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অব্যাহত ভারী বর্ষণে কিনশাসা ও আশপাশের নীচু এলাকায় জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষের বসবাস এই এলাকায়।
জলাবদ্ধতা এবং বন্যার কারণে শহরের প্রধান সড়কসহ একটি জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসব সড়ক রাজধানী কেন্দ্র থেকে বিমানবন্দর ও আশপাশের জেলাগুলোর সংযোগরক্ষাকারী গুরুত্বপূর্ণ পথ।
কঙ্গো নদীর তীরে অবস্থিত কিনশাসায় নীল নদের পরে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদীর পাশবর্তী অঞ্চল হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা প্রায়ই দেখা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
তীব্র এই দুর্যোগে নিহতদের প্রতি গভীর শোক ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
বিডি প্রতিদিন/নাজিম