দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছেন তারা যদি দুর্নীতিতে না জড়ান তাহলে দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। এই সমাজে একেবারেই দুর্নীতি নির্মূল হবে সেটা আমি বলছি না। দুর্নীতি পুরনো আমলেও ছিল, ভবিষ্যতে থাকবে। কিন্তু ন্যায়ভিত্তিক
সমাজ প্রতিষ্ঠা হলে দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারব। আমাদের প্রধান আকাঙ্ক্ষা- একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট সবার সদিচ্ছা। যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট পর্যন্ত কিংবা বিভিন্ন সময়ে যে আন্দোলন হয়েছে বা হচ্ছে তার পেছনের কারণটা কী? কারণ হচ্ছে, সমাজে আমরা এক ধরনের অবিচার লালন করি। প্রতিটি অবিচারের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে এর মূলে রয়েছে দুর্নীতি। গতকাল কুমিল্লায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি চলাকালে এসব কথা বলেন তিনি। কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন করা হয়।
প্রিপেইড মিটার শুভংকরের ফাঁকি বলে উল্লেখ করেছেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। এ সময় তিনি মন্তব্য করেন, একটা মুরগি দুবার জবাই, এটা হয় না! আমি নিজেই এর ভুক্তভোগী।