রাজধানীর পুরানা পল্টনে চার তলা ভবনের দ্বিতীয় তলায় একটি ল চেম্বারে অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় গতকাল সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কেন্দ্রের বিপরীত পাশে একটি মোটরসাইকেল গ্যারেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রথমে দুই ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট বাড়ানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬টি ইউনিট কাজ করে।