রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মো. সজল (৩০) ও আলামিন (২৭)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন সচিবালয়ের পাশের রাস্তা থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ধারণা করছে, তারা কোনো একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে বাস থেকে তাদের পুরানা পল্টনের সচিবালয়ের পেছনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
জানা গেছে, তারা মাদবদী এলাকার ফুটপাতের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। ব্যবসার মালামাল কিনতে ঢাকা আসার পথে তারা অজ্ঞান পার্টির শিকার হন। তাদের মধ্যে সজলের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, তবে আলামিনের ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এসআই রায়হান উদ্দিন জানান, তারা কিছুটা সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বর্তমানে দুজনই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিনি/ আশফাক