নীলফামারী-১ আসনের সাবেক এমপি, বেগম খালেদা জিয়ার ভাগনে বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দুদকের মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।
শনিবার বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরস্থ নীলফামারীবাসীর উদ্যোগে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন কর্মসূচির প্রধান সমন্বয়ক ড. মো. মোতাহের হোসেন ফায়ার। বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজউন নবী ডন, জেলা যুবলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, অ্যাডভোকেট শফি কামাল, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন প্রমুখ।
বক্তারা বলেন, ফখরুদ্দিন সরকারের আমলে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড দুদুককে ব্যবহার করে শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। সেই সাথে ২০০৮ সালে তড়িঘড়ি করে আদালতকে প্রভাবিত করে মামলার রায় প্রদান করা হয়। দুদকের একটি মামলায় তাকে আদালত সাজা দেয়। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ২৯ এপ্রিল প্রকৌশলী তুহিন আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন দুটি পৃথক আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মানববন্ধন সমাবেশে অবিলম্বে শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই