কসমেটিকস ও টয়লেট্রিজ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘তাসমিয়া কসমেটিকস এন্ড টয়লেট্রিজ লিমিটেড’র পরিবেশকদের নিয়ে ঈদুল ফিতরের সেলস পরিকল্পনা বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে রাজধানীর একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ , জি এম মো. ওবায়দুর রহমার মোল্লাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শুভ্যানুধ্যায়ীরা।
কনফারেন্সে সারা দেশ থেকে আসা পরিবেশকদের সঙ্গে আসছে ঈদুল ফিতরের সেলস বিষয়ে মতবিনিময় ও তাদের পরামর্শ গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই