দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। এতে করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না।
এদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। জানুয়ারির শেষ সময়টায় মাঘের শীতকে মনে করিয়ে দিতেই যেন রাজপথকে ঢেকে দিতে চাইছে কুয়াশার এ চাদর।
গতকাল থেকেই রাজধানীতে কুয়াশা নামতে শুরু করে। এ ছাড়া দেখা নেই সূর্যের। ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে।
আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন