৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে গাজীপুরে লিফলেট বিতরণ ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুরের নেতা-কর্মীরা।
সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও জয়দেবপুরে লিফলেট বিতরণ করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগরীর নেতাকর্মীরা অংশ নেন।
দুপুরে সিটি করপোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।
এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সোমবার দিনব্যাপী উপজেলার কালীগঞ্জ পৌরসভা, নাগরী, তুমলিয়া, বক্তারপুর, জামালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান, নির্বাহী সদস্য তাজনূভা জাবীন, জনি আখন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেদনি, গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো: শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল