কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন ভাড়াবাসা থেকে ১৮ জনকে আটক করেছে র্যাব। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করায় পাঁচটি পরিবারের ওই সদস্যদের আটক করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, ৯ নভেম্বর ভোরে পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১৮ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। তাদের পরবর্তী কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে এসে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে কক্সবাজারসহ আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাস প্রতিরোধে ও আইনশৃঙ্খলার উন্নয়নে অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমই