চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন। সোমবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শ্রমিকরা বারেকবিল্ডিং থেকে এয়ারপোর্টগামী সড়কটি অবরোধ করে রাখে।
এর আগে গত শনিবারও ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো।
জানা গেছে, সকাল ১১টায় ওই কারখানার পাঁচ শতাধিক শ্রমিক ইপিজেড এলাকায় সড়কের দুইপাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় শ্রমিকরা দাবি করেন, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া রেখেছে মালিকপক্ষ। এই বকেয়া পরিশোধ নিয়ে মালিকপক্ষ বারবার সময় দিয়েও পরিশোধ করছে না। একারণে সড়ক অবরোধ করা হয়েছে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারউজ্জামান জানান, দিনভর অনেক চেষ্টার পরও তাদের সরানো যায়নি। পরে মালিকপক্ষের সাথে কথা বলার পর বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে সন্ধ্যার আগে তারা সড়ক অবরোধ তুলে নেয়। মঙ্গলবার তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।
বিডি প্রতিদিন/নাজমুল