চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ইরফান হাসান মান্নান তানিমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর কাজির দেউড়ী এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত তানিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি এলাকার সাবেক এমপি হাসিা মান্নানের সন্তান। তিনি পরিবার নিয়ে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় বসবাস করেন।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, গ্রেপ্তার ছাত্রলীগের নেতা তানিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম