চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে মাহাবুব বশর (২০) নামের এক তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহি পর্যটক এক্সপ্রেস ওই এলাকা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত বশর কক্সবাজারের উখিয়া তুলাতলি এলাকার বাসিন্দা।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজর্ষী নাগ জানান, ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় বশরকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম