চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেমন হাসপাতালসহ সিটি কর্পোরেশনের আওতাধীন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। রেড ক্রিসেন্টের আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে মানসম্মত প্রসূতি সেবাসহ অন্যান্য চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করারও উদ্যোগ নেয়া হবে।
শুক্রবার সিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াকের যৌথ উদ্যোগে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুলকুতুর রহমানের সভাপতিত্বে রমজানের ফজিলত শীর্ষক আলোচনা করেন গ্যাস্ট্রো এন্টারোলজিষ্ট ডা. শামীম বক্স। চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাইফুদ্দিন এম তারিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. একরামুল হক এবং সিএসসিআর কার্ডিয়াকের ব্যবস্থাপনা অংশীদার ডা. মো. ইব্রাহীম চৌধুরী।
বিডি প্রতিদিন/এএম