চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার খেজুরটলা এলাকায় বাসায় বেড়াতে এসে চার বছরের এক শিশুকন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় শাখাওয়াত হোসেন (৩০) নামে এক যুবককে দুইবার যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সহযোগী কমলা বেগমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, পাঁচ জনের সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাখাওয়াত হোসেনকে দুইবার যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী কমলা বেগমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
জানা যায়, নগরীর খেজুরটলা এলাকায় ২০১৮ সালের ১৩ জুন বাসায় বেড়াতে এসে চার বছরের এক শিশুকন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে নিয়ে যান শাখাওয়াত হোসেন। পরে শিশুটিকে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তিনি। ঘটনার আগে আসামি শাখাওয়াত হোসেন শিশুটির পরিবারের সাবলেট ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পরে বেড়ানোর নামে শিশুটিকে অপহরণ করে নিয়ে যান।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২০ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
বিডি প্রতিদিন/আশিক