ভিয়েতনাম ও ভারত থেকে দুটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসেছে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল। এসব চাল জিটুজি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আনা হয়েছে। বুধবার খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্ষী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুটি জাহাজই বন্দরের জেটিতে চাল খালাসের জন্য অপেক্ষা করছে।
তিনি জানান, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হবে।
বিডি প্রতিদিন/নাজিম