চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমরাব দুপুরে উপজেলার জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফখরুল ইসলাম আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্প ও ইপসার বোয়ালখালী উপজেলার সমন্বয়কারী আঁখি বড়ুয়াসহ ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সারা দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান আছে।
গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে তারা আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে। গ্রাম আদালত বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্যসহ সবাইকে কাজ করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করা হয়। দেওয়ানী মামলার ক্ষেত্রে ২০ টাকা আর ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস দিয়েই ইউনিয়ন পরিষদে বিচারিক সেবা পাওয়ার সুযোগ আছে।’
বিডি প্রতিদিন/জামশেদ