জুলাই বিপ্লব নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে 'দ্য আর্ট অব ডেমোক্রেসি' শিরোনামে দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী। শনিবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে প্রদর্শনী শেষ হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্লাটফর্ম দ্যা আর্ট অব ডেমোক্রেসি আয়োজিত প্রদর্শনীতে শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। এসময় গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি প্রদর্শন, আন্দোলনকারীদের স্মৃতিচারণ এবং ভবিষ্যতের করণীয় বিষয়ে আলোচনা হয়।
নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে আয়োজিত প্রদর্শনীতে ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬০টি ছবি স্থান পায়।
প্রদর্শনী উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় ফারুক ই আজম বলেন, জুলাই বিপ্লবের ইতিহাস ধরে রাখতে তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। এই গণঅভ্যুত্থান ছিল এক ন্যায় সংগত সমাজ প্রতিষ্ঠার লড়াই, যেখানে তরুণরা স্বৈরাচারী দমননীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল ।
ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই বিপ্লব মূলত ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়াই। আর সেই বিপ্লবের ইতিহাস ধারণ করে এখন চলবে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই। স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়কে কোনোভাবেই নস্যাৎ করতে দেয়া যাবে না।
বিডি প্রতিদিন/এমএস