চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, আমরা দখল দূষণ ও প্লাস্টিক বর্জ্য ফেলে নদীকে মারছি। নদীর আর্তনাদ কান্নায় চট্টগ্রাম ডুবছে। চট্টগ্রামে জলাবদ্ধতার প্রধান কারণ খাল নালা ভরাট দখল ও প্লাস্টিক বর্জ্য ফেলে ভরাট করা।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে উদ্যোগে আয়োজিত ‘শিল্পদূষণ থেকে নদী রক্ষায় করনীয়’ শীর্ষক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অর্থনীতিবিদ প্রফেসর মু. সেকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে চট্টগ্রামের নদী দখল দূষণ বিষয়ে প্রবদ্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব রহমান, চবির প্রাক্তন অধ্যাপক ড. সফিক হায়দার চৌধুরী, বেলার হেড অব প্রোগ্রাম ফিরোজুল ইসলাম, প্রোগ্রাম কোর্ডিনেট এ এম এম মামুন, নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম