চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, জুলাই বিপ্লবে তরুণরা যে সাহস দেখিয়েছে, যে স্বপ্ন নিয়ে তারা দীর্ঘদিনের ফ্যাসিজমকে বিতাড়িত করেছে, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব রয়েছে।
সোমবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট স্কুল মাঠে তারুণ্যের মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জুলাই বিপ্লবের চেতনা যেন আমরা ভুলে না যাই। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এই আত্মত্যাগ। ধর্ম-বর্ণ বিভেদ না করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। তারুণ্যের শক্তিকে জাগ্রত করতে ‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন। অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়।
বোয়ালখালীর ইউএনও হিমাদ্রী খীসার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদ ইঞ্জিনিয়ার ওমরের মা রুবি আকতার ও আহত মো. শাকিল।
বিডি প্রতিদিন/এমআই