ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বৈশ্বিক হরতালে সংহতি জানিয়ে এ সমাবেশ করা হয়।
সমাবেশে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্বের নিপিড়ীত মানুষের জন্য কথা বলা আমাদের দায়িত্ব। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের দায়। এখানে সবাই বিবেক দ্বারা পরিচালিত হয়। সারা বিশ্বে এই মুহূর্তে হাজার হাজার বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে তোমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। জাতিসংঘ ও ওআইছি কাজে আসবে না। তোমাদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে এবং অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।
সমাবেশে, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ইসরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
সমাবেশে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা ঐক্যবদ্ধ। মুসলিম সকল দেশের রাষ্ট্রীয় সহায়তায় মানবসম্পদদের কাজে লাগিয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ তৈরি করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ খান, রেজিষ্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদসহ বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষক ও শিক্ষার্থী।
উল্লেখ্য, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সকল পণ্য বয়কটের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সংগঠন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ