বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে সোমবার বিকালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় এক দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উপস্থিত বক্তারা বলেন, সিয়াম সাধনার এ মাসে আমাদেরকে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ এবং যার যার সামর্থ্য অনুযায়ী গরীব ও সহায়সম্বলহীন মানুষের যাকাত আদায় করে অর্জিত সম্পদের পবিত্রতা রক্ষা করতে হবে। দেশ ও জাতির কল্যাণে এবং মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে নিজের সন্তান হারানোসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকল্পনীয় আত্মত্যাগ আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া জানিয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের জামে মসজিদের পেশ ইমাম। দোয়া মাহফিল শেষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল