আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ মিছিল। এরপর মিছিলটি প্রধান ফটক হয়ে সদরঘাট-ভিক্টোরিয়া পার্ক ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থা নেয়।
এ-সময় 'ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর',', এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা',' গড়িমসি বন্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো',' আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে', 'লীগ আর বাংলাদেশ একসাথে চলে না', ' বাকশালের ঠিকানা, এই বাংলায় হবে না', '২৪ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার', ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি ন', ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই',সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে হবে না। কেন করা হবে না। আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে তাদের আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে রাজনীতি করতে দেব না। আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যত দিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব।
বিডি প্রতিদিন/জুনাইদ