যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় UniversityTeachers' Consortium (UTC)-এর ব্যানারে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল এই রমজানে সাহরির সময়ে নারকীয়ভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে। আর এতে মদদ দিচ্ছে আমেরিকা। ইসরায়েল কর্তৃক নারী-শিশুদের হত্যার ভিডিও দেখে চোখের পানি ধরে রাখা যায় না।
এসময় বিশ্বের সব মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান তারা। বাংলাদেশ সরকারের কাছেও ইসরায়েলের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানানোর জন্য তারা আহ্বান জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষক বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বড় বড় কোম্পানির অস্ত্র বিক্রি করার জন্য। এখানে শান্তি প্রতিষ্ঠা হলে তাদের অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যাবে। এজন্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে দেওয়া হচ্ছে না। আমরা সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি পণ্য বয়কট করব। যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাব। সকলে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। সমগ্র বিশ্বের প্রতি আমাদের আহ্বান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে এর অবসান ঘটানো হোক।
বিডি প্রতিদিন/এমআই