শিক্ষাবিদ অধ্যাপক ড. এম শমশের আলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) "প্রফেসর ইমেরিটাস" পদে যোগদান করেছেন। বাউবির বোর্ড অব গভর্নরস-এর ১৯৫তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. শমশের আলী উন্মুক্ত ও দূরশিক্ষণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন ও গবেষণায় পরামর্শ দেবেন বলে জানা গেছে।
এসময় বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "বাউবির স্বপ্নদ্রষ্টা ড. এম শমশের আলীর পরামর্শে বিশ্ববিদ্যালয় আরও গতিশীল হবে।"
উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিকভাবে অধ্যাপক এম শমশের আলীকে নিয়োগপত্র প্রদান করেন। অধ্যাপক ড. এম শমশের আলী তাঁর প্রতিক্রিয়ায় বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম ও রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. এম শমশের আলী বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক, বাংলাদেশ একাডেমি অব সায়েন্স স্বর্ণপদক, জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক অন্যতম। তিনি বিজ্ঞান, গণিত ও ইসলাম নিয়ে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।
বিডি প্রতিদিন/আশিক