গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গত ২৫ জানুয়ারি ঘটে যাওয়া অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের শনাক্তকরণে ১৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) পুনর্গঠিত তদন্ত কমিটির সভাপতি মানবিক অনুষদের ডিন মো. আব্দুর রহমান এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি সংঘটিত অপ্রীতিকর ঘটনায় জড়িতদের শনাক্তকরণে ওই দিনই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও সদস্য সচিব ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটিতে থাকতে অপারগতা প্রকাশ করায় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ