বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ আয়োজিত ‘শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনয়ন’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বাউবির কেন্দ্রীয় অডিটরিয়ামের লেকচার গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
কর্মশালায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘একে অপরের উপর দোষারোপ না করে পারস্পারিক সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। স্বত:স্ফূর্তভাবে ভালোবাসা দিয়ে কাজের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করতে হবে। তদবির কোন বিবেচ্য বিষয় নয়, কর্মক্ষেত্রে সঠিকভবে দায়িত্ব পালনকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে।’
সকল ডিন ও বিভাগীয় প্রধান, পূর্বাঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পূর্বাঞ্চলের ছয়টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ও তার অধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ দাপ্তরিক সমস্যাদি ও প্রয়োজনীয় চাহিদার কথা বিস্তারিত তুলে ধরেন। বাউবি কর্তৃপক্ষ এসব কথা শোনেন এবং তা যতদ্রুত সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। স্টুডেন্ট সাপোর্ট সাভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আবু তালেব কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন স্টুডেন্ট সাপোর্ট সাভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির খান।
বিডি প্রতিদিন/জামশেদ