রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তীর্থক নাটকের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সৌরভ দাসকে সভাপতি ও সোহানকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। শনিবার সংগঠনের ২৪তম বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি আমিনুল ইসলাম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক আশরাফুন্নাহার তন্বী, প্রযোজনা সম্পাদক রিফাইয়া রাজাক রিফা, কোষাধ্যক্ষ পি. এম. শাহরিয়ার হোসাইন, প্রচার সম্পাদক হ্লাথোয়াইছা চাক, দপ্তর সম্পাদক সাদিকা ইয়াসমিন আশা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মুবাশশিরুল ইসলাম ও আরসাদ আলী।
উল্লেখ্য, তীর্থক নাটক বিশ্ববিদ্যালয়ের একটি নাটকের সংগঠন। ‘নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার’ স্লোগানকে ধারণ করে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্যতম নাটকের সংগঠন।
বিডি প্রতিদিন/এমআই