আজ শুক্রবার (২১ মার্চ) বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সদস্যরা পানি অপচয় রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে।
পানি আমাদের অতি মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ, মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব দান। পানি ছাড়া সৃষ্টিজগতের কোনো কিছুই টিকে থাকতে পারে না। অথচ আমরা এই অমূল্য সম্পদ অনেক সময় অযথা অপচয় করি।
পানির যথাযথ ব্যবহার নিশ্চিত ও অপচয় রোধে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা শহরতলী ও সদরের বিভিন্ন মসজিদের ওজুখানায় এবং অটোরিকশায় প্ল্যাকার্ড স্থাপনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়। এছাড়া শুক্রবার পবিত্র জুমার নামাজের সময় ইমাম সাহেবের মাধ্যমে মুসল্লিদের পানি অপচয় রোধে আহ্বান জানানোর জন্য অনুরোধ করা হয়।
মির্জাপুর দিয়ারপাড়া জামে মসজিদের ইমাম মো. মাসুদ বলেন, "বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ইসলামেও পানি অপচয় কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, 'হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। আর পানাহার করো; কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।' (সুরা : আরাফ, আয়াত: ৩১)"
বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, "পানি অপচয় রোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যা আমরা নিয়মিত চালিয়ে যাবো।"
সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, "আমাদের এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের মাধ্যমে যদি মানুষ পানির গুরুত্ব সম্পর্কে কিছুটা হলেও সচেতন হয়, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে।"
সচেতনতামূলক এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, রায়হান, সোহানুর হোসেন, আসিফ মাহমুদ, জাহিদ হাসান, আল-আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক