বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম পটিয়া শাখার আয়োজনে ট্রাফিক পুলিশ, নিরাপত্তা কর্মী, শ্রমজীবী, সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার পটিয়া থানার মোড় পোস্ট অফিস, বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড় এলাকায় ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, দফতর সম্পাদক কামরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, মো. আজগর, শুভসংঘ সদস্য মো. সাজ্জাত, মো. মিজান, মো. আজাদসহ অন্যান্য সদস্যরা।
শহরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তাদের সারাদিন অনেক কষ্ট করতে হয়। অনেক সময় ডিউটিরত অবস্থাতেই তারা ইফতার করে নেন।
বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের ইফতার পেয়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, আপনাদের এই ভালোবাসাময় ইফতার আমাদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে, কাজের প্রতি আরও উৎসাহ দেয়। আপনাদের এই ভালো কাজ অব্যাহত থাকুক, আপনাদের জন্য শুভকামনা।
বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে শ্রমজীবী, সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীরাও বেশ খুশী।
পথশিশু সৌরভ বলে, আমরা কাগজ ও বোতল সংগ্রহ করে যা পায় তা দিয়ে ইফতার কেনা হয় না। ইফতারের সময় মানুষের কাছ থেকে যা পাই তাই খাই।
এ সময় সমাজসেবক ও সাংবাদিক কামরুল ইসলাম বলেন, শুভসংঘের ভালো কাজগুলো ইতোমধ্যে সবার নজরে এসেছে।
পটিয়াতে শুভসংঘের সার্বিক কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি।
ইফতার পাওয়া বেলাল হোসেন জানান, তিনি শহরের চকবাজারে থাকেন। প্রায় সময় তাকে ইফতার গাড়িতেই করতে হয়।
শুভসংঘের ইফতার পাওয়ায় ধন্যবাদ জানান তিনি।
বিডি প্রতিদিন/কেএ