বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন প্রথমবারের মতো নাসার গুরুত্বপূর্ণ বিজ্ঞান মিশন মহাকাশে পাঠিয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সংস্থাটির শক্তিশালী নিউ গ্লেন রকেট সফলভাবে উৎক্ষেপণ হয়। এটি নিউ গ্লেনের প্রথম বাণিজ্যিক মিশন।
৩২ তলা সমান উচ্চতার দুই ধাপের এই রকেটটি নাসার ESCAPADE নামের দুইটি স্যাটেলাইট বহন করছে, যেগুলো মঙ্গলের দিকে যাবে। মিশনের লক্ষ্য হলো মঙ্গলের চারপাশে থাকা সূর্যের শক্তিশালী চার্জযুক্ত কণার প্রবাহ (সোলার উইন্ড) কীভাবে গ্রহটির দুর্বল চৌম্বকক্ষেত্রের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং এর ফলে বায়ুমণ্ডল কীভাবে ক্ষয় হয়—তা জানা।
উৎক্ষেপণের ৩০ মিনিট পর স্যাটেলাইট দুটিকে আলাদা হয়ে ২২ মাসের যাত্রায় মঙ্গলের উদ্দেশে রওনা হওয়ার কথা। সেখানে পৌঁছে তারা ১১ মাস ধরে গ্রহটির মহাকাশ–আবহাওয়া পর্যবেক্ষণ করবে।
আবহাওয়া ও ভূ-চৌম্বকীয় অস্থিরতার কারণে কয়েকদিন দেরির পর এ উৎক্ষেপণ সম্পন্ন হয়। রকেটের প্রথম ধাপটি পুনরায় ব্যবহারের জন্য আটলান্টিক মহাসাগরে থাকা একটি ভাসমান প্ল্যাটফর্মে নামানোর চেষ্টা চলছে। নিউ গ্লেন রকেটে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ভায়াস্যাট–এর একটি পরীক্ষামূলক যোগাযোগ ব্যবস্থা-সংক্রান্ত যন্ত্রও বহন করা হয়েছে।
দীর্ঘ প্রস্তুতির পর এই মিশন ব্লু অরিজিনের জন্য বড় অগ্রগতি। সংস্থাটি এখন স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতা করে বাণিজ্যিক মহাকাশ পরিবহনে নিজের অবস্থান শক্ত করতে চাইছে।
বিডিপ্রতিদিন/কবিরুল