গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই-৩ প্রো নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। সর্বশেষ এক ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে, কোম্পানি তাদের পরবর্তী ইমেজ এডিটিং মডেল ন্যানো বানানা ২–এর সঙ্গে জেমিনাই ৩ প্রো একসঙ্গে উন্মোচন করতে পারে। গুগল এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ জানায়নি।
একজন টিপস্টার এক্সে গুগলের জেমিনাই আইওএস অ্যাপের কোডের একটি অংশ শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল—‘Try 3 Pro to create images with the newer version of NanoBanana’ অর্থাৎ, ন্যানো বানানা ২–এর শক্তি জেমিনাই ৩ প্রো থেকেই আসতে পারে। এতে ধারণা করা হচ্ছে, গুগল নতুন ইমেজ এডিটিং মডেলটি ইচ্ছাকৃতভাবে ধরে রেখেছে, যাতে জেমিনাই ৩ সিরিজের সঙ্গেই প্রকাশ করা যায়।
এদিকে, কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, অ্যান্ড্রয়েড অ্যাপের ক্যানভাস মোডে তারা জেমিনাই ৩ প্রো–এর ক্ষমতার ইঙ্গিত পেয়েছেন। তাদের দাবি, জটিল ডিজাইন ও কোডিং অনুরোধে এর কর্মদক্ষতা বর্তমান জেমিনাই ২.৫ প্রো–এর তুলনায় বেশ উন্নত।
বিভিন্ন ফাঁস হওয়া তথ্যের ধারাবাহিকতা দেখে প্রযুক্তিবিশেষজ্ঞদের ধারণা, বেশি দেরি করবে না গুগল। ইতিমধ্যে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, জেমিনাই ৩ সিরিজ ২০২৫ সালের শেষের আগেই আসবে।
বিডিপ্রতিদিন/কবিরুল