এবারের আইপিএলে বোলারদের মনোবিদ লাগবে বলে জানান রবিচন্দ্রন অশ্বিন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে যেভাবে রান হচ্ছে তার চাপে যেন মানসিকভাবে বোলাররা বিপর্যস্ত হয়ে না পড়েন সে জন্যই মনোবিদদের পরামর্শ নিতে বলেছেন ভারতের সাবেক অফস্পিনার। তবে অশ্বিন বলতে না পারলেও কাগিসো রাবাদা ক্রিকেটকে সরাসরি ব্যাটারদের খেলা বলেই জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে’ দক্ষিণ আফ্রিকার পেসার জানিয়েছেন, আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন। ক্রিকেটে ব্যাট-বলের মধ্যে ভারসাম্য থাকা উচিত জানিয়ে ক্ষুব্ধ রাবাদা বলেছেন, ‘চাইলেই আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন। কিছু রেকর্ড ভাঙতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই। হাই-স্কোরিং ম্যাচগুলো ভালো, কিন্তু একই চিত্র লো-স্কোরিং ম্যাচেও দেখা যায়। কিন্তু সব কিছু নাটকীয়ভাবে একপাক্ষিক করতে পারেন না। ব্যাট-বলের মধ্যে একটা ভারসাম্য থাকা প্রয়োজন।’
একপাক্ষিকভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে চাইলে খেলার মজা নষ্ট হয়ে যাবে বলেও জানিয়েছেন রাবাদা। ২৯ বছর বয়সী পেসার বলেছেন, ‘জানি কোনো না কোনোভাবে খেলাটি এগিয়ে নিতে হবে। তবে মনে করি না সব সময় ফ্ল্যাট উইকেটই হওয়া উচিত, প্রতিটা ম্যাচের ফল একই হবে। এতে এক সময় খেলার মজাটাই নষ্ট হয়ে যাবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ