আমেদাবাদে গুজরাট টাইটান্সের সামনে বদলে যাওয়া পাঞ্জাব কিংস। তাই এবার প্রশ্ন উঠছে দুই দলের রণকৌশল কেমন হতে পারে, মুখোমুখি (হেড টু হেড) পরিসংখ্যানেই বা এগিয়ে কারা?
২০২২ সালে প্রথম সাক্ষাতে গুজরাট শেষ বলে ৬ উইকেটে ম্যাচ জিতেছিল। এরপর ফিরতি সাক্ষাতে পাঞ্জাব কিংস ৪ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ৮ উইকেটে।
২০২৩ সালের আইপিএল দ্বৈরথটি জেতে গুজরাট টাইটান্স। ১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পায় তারা। ২০২৪ সালের আইপিএলে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতেছিল। যদিও ফিরতি সাক্ষাতে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় আদায় করে নেয় গুজরাট।
এবারের আইপিএলের জন্য প্রায় পুরো দলই বদলে ফেলেছে পাঞ্জাব কিংস। নিলামের আগে শুধু ধরে রেখেছিল প্রভসিমরণ ও শশাঙ্ক সিংকে। রিকি পন্টিং হেড কোচ হয়েছেন। শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করা হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস থেকে লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহালদের নিয়ে ভারসাম্য রেখেই দল গড়া হয়েছে।
শুভমান গিলের গুজরাট টাইটান্সে বড়সড় রদবদল হয়নি। রশিদ খান, রাহুল তেওয়াটিয়ারা আছেন। জস বাটলারকে নিয়ে ওপেনিং জুটি জোরদার করা হয়েছে। পেস বোলিং ইউনিটে নেওয়া হয়েছে কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের। দুই দলই জোর দিচ্ছে পাওয়ারপ্লেতে।
গুজরাট টাইটান্সের ব্যাটিং অনেকটাই নির্ভর করবে প্রথম চার ব্যাটারের উপর। পাঞ্জাব কিংসকে সিদ্ধান্ত নিতে হবে চতুর্থ বিদেশি নিয়ে। ম্যাক্সওয়েল, স্টইনিস, মারকো জনসেন একাদশে থাকতে পারেন। আজমাতুল্লাহ ওমরজাইকে খেলানো হলে দুই ভারতীয় ওপেনারকে খেলাতে হবে।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ:
শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ। বোলিংয়ের সময়- প্রসিদ্ধ কৃষ্ণ।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ:
প্রভসিমরণ সিং, জশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরপ্রীত ব্রার, বিজয়কুমার ভিশাক, অর্শদীপ সিং। বোলিংয়ের সময়- যুজবেন্দ্র চাহাল।
বিডি প্রতিদিন/নাজমুল