বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ (শুক্রবার) দুপুরের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।
বিসিবির ওই চিকিৎসক বলেন, 'বর্তমানে তামিম সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরে গেছেন। পরবর্তী চিকিৎসা নিয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে।'
এর আগে, গত সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা অনুভব করলে তাকে পার্শ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার দুটি হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পড়ায় তামিমের রিং পরানো হয়।
সাভারের কেপিজি হাসপাতালে একদিন থাকার পর মঙ্গলবার রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ধারণা করা হচ্ছিল, দু-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন। আজ তিনি হাসপাতাল ছেড়ে দিয়েছেন।
তবে কি শেষ হয়ে গেলো তামিমের ক্রিকেট ক্যারিয়ার?
এদিকে, তামিম আরও একবার ক্রিকেটে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ বিষয়ে বলেছেন, ‘ক্রিকেটে তিনি ফিরতে পারবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।’
তামিমের ভবিষ্যৎ জীবনযাত্রা ও সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর রোগীকে খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হয়। ভবিষ্যতে ব্লক না হলেও একই ধরনের সমস্যা হতে পারে। তাই তাকে নিয়মিত ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’
মানসিকভাবে চাঙ্গা রাখতে মনোবিজ্ঞানীর সহায়তা
শরীরের পাশাপাশি মানসিক ধকল কাটিয়ে উঠতে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সেলিং করবেন এবং কীভাবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
তামিমের ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে তিনি আর মাঠে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করছে পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণের ওপর।
বিডি প্রতিদিন/আশিক